বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

এমপি লিটনের শূন্য আসনে উপ-নির্বাচন মার্চে

SONALISOMOY.COM
জানুয়ারি ১৭, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের গাইবান্ধা-১ আসনের এমপি লিটনের শূন্য আসনে উপ-নির্বাচন মার্চের শেষের দিকে হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এ সংক্রান্ত কর্ম পরিকল্পনা তৈরি করেছে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।

তিনি জানান, সোমবার গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট সংসদ সচিবালয় থেকে কমিশনে পৌঁছেছে। সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে এ আসনে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই এই আসনের উপ-নির্বাচন মার্চের মধ্যে করতে হবে। দু-একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন।