বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সালেহা-ইমারত গার্লস একাডেমির বিদায় অনুষ্ঠান
ভালো মানুষ হওয়াই বড় কথাঃ এনামুল হক এমপি

SONALISOMOY.COM
জানুয়ারি ১৭, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি:
শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ  ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শুধু সার্টিফিকেট নয়, ভালো মানুষ হওয়াই মূল শিক্ষা। তাই লেখাপড়ার পাশাপাশি শিষ্টাচার শিখতে হবে শিক্ষার্থীদের। তিনি গতকাল মঙ্গলবার সকালে সালেহা-ইমারত গার্লস একাডেমির চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি বলেন, বাগমারার প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষা প্রসারে অগ্রনী ভূমিকা রাখছে এই সালেহা-ইমারত গার্লস একাডেমি। নারী শিক্ষায় বিপ্লব ঘটিয়েছে। তিনি বাল্য বিবাহ রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে  ও সহকারী শিক্ষক হেলাল উদ্দিন মীর্জার পরিচালনা অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সহ প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, মাড়িয়ার চেয়ারম্যান আসলাম আলী আসকান, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সালেহা-ইমারত ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম জিয়া, যাত্রাগাছি মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, কৃষকলীগের উপজেলা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঝিকড়া ইউনিয়নের আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষক মুনসুর রহমান  প্রমুখ। অনুষ্ঠানে সাংসদ বিদ্যালয়ের প্রত্যেক পরীক্ষার্থীকে নতুন বছরের একটি করে দিনপুঞ্জি (ডায়েরি) উপহার  ও আর্থিক সহায়তা দেন।