বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের তালিকায় মিরাজ, মুস্তাফিজ

SONALISOMOY.COM
জানুয়ারি ১৮, ২০১৭
news-image

ক্রীড়া ডেস্ক:
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা পুরস্কারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারের ক্যাটাগরিতে বাংলাদেশের খেলোয়াড়ের জায়গা হয়েছে।

সাদা পোশাকে গত বছর মাত্র ২টি টেস্ট খেলে বাংলাদেশ। ২ টেস্টেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় ১০৪ রানের ইনিংস উপহার দেন তামিম ইকবাল। ইংলিশদের বিপক্ষে ওই ইনিংসের কারণে বর্ষসেরা তালিকায় উঠেছে তামিমের নাম। তামিমের সঙ্গে এ তালিকায় টক্কর দিবেন বেন স্ট্রোকস, বিরাট কোহলি, ইউনিস খানের মত ক্রিকেটাররা।

টেস্টে বোলিং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। অভিষেক ম্যাচে ৭ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ডানহাতি এ অফস্পিনার। অভিষেক ম্যাচের পারফরম্যান্স ধরে রেখেছিলেন দ্বিতীয় টেস্টেও। দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ একাই গুড়িয়ে দেন মিরাজ। মিরাজের প্রতিদ্বন্দ্বী হিসেবে এ তালিকায় আছে ইয়াসির শাহ, স্টুয়ার্ট ব্রড, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদির  মত খেলোয়াড়রা।

ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের নাম নেই। বোলিংয়ে আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের নায়ক মাশরাফি ৪ উইকেট নিয়েছিলেন ২৬ রান দিয়ে।

টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে আছেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকায় এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান করেছিলেন সাব্বির। এছাড়া একই আসরে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ প্রান্তে ২২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলায় জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাব্বির ও  মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে রয়েছেন বিরাট কোহলি, ক্রিস গেইল, জো রুট ও মারলন স্যামুয়েলসের মত তারকা। বিশ্বকাপের ফাইনালে ৪ বলে ৪ ছক্কা মারা কার্লোস ব্রেথওয়েটও আছেন এ তালিকায়।

টি-টোয়েন্টি বোলিংয়ে আছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এ পেসার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে নেন ৫ উইকেট। টেস্টে বোলিংয়ের পাশাপাশি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে এ তালিকায় আছেন যাসপ্রিত বুমরাহ, হাসিব হামিদ, জায়ান্ত যাদব, করুণ নাইর।

ক্রিকইনফোর ১৮ জন বিচারক বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করবেন। এ তালিকায় আছেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইশাম।