বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৭১ সাঁওতালকে আগাম জামিন

SONALISOMOY.COM
জানুয়ারি ২২, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের দায়ের করা চার মামলায় ৭১ সাঁওতালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ওবায়দুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী সামিউল আলম সরকার ও মাহজাবীন রাব্বানী।

উল্লেখ্য, রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১ হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে সাঁওতালদের সঙ্গে চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছরের ৬ নভেম্বর সকালে ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী পুলিশের পাহারায় ওই জমিতে তাদের লাগানো আখ কাটতে যায়। কিন্তু খামারের ১০০ একর জমি দখল করে থাকা সাঁওতাল ও কিছু স্থানীয় বাঙালি এতে বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংর্ঘষ হয়। সাঁওতালদের ছোঁড়া তীরে ৯ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময়য চারজন সাঁওতাল গুলিবিদ্ধ হন।