বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগমারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কর্মসূচি পালন

SONALISOMOY.COM
জানুয়ারি ২৪, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি:

সারা দেশের ন্যায় বাগমারা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণা মূলক কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সদরের ভবানীগঞ্জ কলেজের উদ্যোগে সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচন সভার আয়োজন করা হয়।
ভবানীগঞ্জ কলেজ অধ্যক্ষ হাতেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান ও সিরাজ উদ্দীন সুরুজ, জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজা।


এদিকে বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের উদ্যোগে আলোচন সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার। আলোচনা সভায় মাদকবিরোধী বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক দিলরোবা আফরোজ শিরিন, হালিমুজ্জামান মুকুল, বেলাল হোসেন প্রমুখ।
অপরদিকে বাগমারা কারিগরি স্কুলের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুপারিনটেনডেন্ট এসএম মুজিবুর রহমান, আতাউর রহমান, জিল্লুর রহমান প্রমুখ। এছারাও  গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, চান্দের আড়া উচ্চবিদ্যালয় সহ উপজেলার সব প্রতিষ্ঠানে মাদকবিরোধী কর্মসূচি পালন করা হয়।