বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বাংলাদেশ হবে বিশ্বের জন্য অনুসরণীয় : প্রধানমন্ত্রী

SONALISOMOY.COM
জানুয়ারি ২৫, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য অনুসরণীয় একটি দেশ।’

বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মোয়াজ্জেম হোসেন রতনের (সুনামগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রূপকল্প ২০২১ কে সামনে রেখে পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করে।’

পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘পরিকল্পনার লক্ষ্য অর্জনে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-১৫) বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।’

সরকারের গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সংসদ নেতা বলেন, ‘অভ্যন্তরীণ ও বৈশ্বিক সব বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজ উন্নয়নের সর্বজনীন মডেল। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে।