শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এফডিসিতে তারকামেলা ও মতবিনিময় সভা

SONALISOMOY.COM
জানুয়ারি ২৭, ২০১৭
news-image

বিনোদন প্রতিবেদক:

একটি অনুষ্ঠানকে ঘিরে এফডিসি’র এক নাম্বার ফ্লোরে গতকাল সকাল থেকেই একের পর এক চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলী উপস্থিত হতে শুরু করেন। ‘নীতিগতভাবে আমরা এক, চলচ্চিত্র শিল্পীদের মিলনমেলা ও মতবিনিময়’ শীর্ষক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান, সোহেল রানা, ডিপজল, রুবেল, মিশা সওদাগর, বাপ্পারাজ, রিয়াজ, জায়েদ খান, সম্রাট, সাইমন সাদিক, আমান রেজা, অভিনেত্রী নূতন, দিলারা, রোজিনা, অঞ্জনা, পূর্ণিমা, পপি, শিল্পীসহ আরো অনেকে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে এফডিসিতে চলচ্চিত্রের এই তারকাদের নিয়ে চলচ্চিত্র বিষয়ক মতবিনিময় অনুষ্ঠান শুরু হয়। শিল্পীদের এ মিলনমেলার আয়োজন করেছেন খল অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খান। অনুষ্ঠানে
চিত্রনায়ক রুবেল বলেন, আমাদের পজিটিভ থাকতে হবে। নেগেটিভ কোনো কথা বলার সময় এটা না। চলচ্চিত্রের জন্য একযোগে কাজ করতে হবে। মিশা সওদাগর বলেন, আমি যৌথ প্রযোজনার অনেক ছবি ছেড়ে দিয়েছি। চলচ্চিত্রের স্বার্থে শিল্পীদের এক হয়ে কাজ করতে হবে। আমাদের সুসময় আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে। জায়েদ খান বলেন, আমরা সব সময় চলচ্চিত্র ও শিল্পীদের পাশে রয়েছি। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছি। বিশেষ করে অশ্লীল সিনেমা বন্ধ, ভিডিও পাইরেসি বন্ধ, ভারতীয় সিনেমা এ দেশে মুক্তি বন্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছি। এছাড়া দুস্থ শিল্পীদের পাশে থেকেছি। শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজনও করেছি। চলচ্চিত্রের জন্য সব সময় কাজ করে যেতে চাই। প্রসঙ্গত, এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান লড়াই করবেন।