মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

গোবিন্দগঞ্জে পুলিশের মামলায় ৩১ সাঁওতালের জামিন

SONALISOMOY.COM
জানুয়ারি ২৯, ২০১৭
news-image

গাইবান্ধা প্রতিনিধি:
সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদকালে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় ৩১ সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক এ আদেশ দেন।

গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান মণ্ডল জানান, সকালে ৩১ জন সাঁওতাল সশরীরে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গেল বছরের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ চন্দ্র বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ একটি মামলা দায়ের করেন।