বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

রুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

SONALISOMOY.COM
জানুয়ারি ৩০, ২০১৭
news-image

রাবি প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন রত শিক্ষার্থীদের মারধরের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে আন্দোলনের প্রস্তুতির সময় শিক্ষকরাই কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে এবং মেয়ের হলে আটকে রাখেও বলে অভিযোগ করেন তারা।
অভিযোগকারী শিক্ষার্থীররা বলেন, সকালে আমরা যখন আন্দোলনে যাবার জন্য বের হতে চাই, আমাদের শিক্ষকরা সে সময় হলের সামনে এসে আমাদের হলে ফিরে যেতে বলেন। আমরা হল থেকে বের হবার চেষ্টা করলে তারা আমাদের ধাক্কাধাক্কি করেন।

এক পর্যায়ে তারা আমাদের কয়েকজনকে চড় থাপ্পর মেরে হলে ঢুকিয়ে দেয়। এছাড়াও আন্দোলনরত ছাত্রীদের হলে তালাবদ্ধ করে রাখা হয়। যারাই হল থেকে বের হচ্ছিল, তাদের নাম লিখে নিচ্ছিলো শিক্ষকেরা।
তবে এ অভিযোগের অভিযোগ অস্বীকার করে ভিসি প্রফেসর ড. রফিকুল আলম বেগ বলেন, গায়ে হাত তোলার কথা কেন উঠবে? আমরা তো শিক্ষক, আমরা কিভাবে মারধর করতে পারি? আমরা শুধু বলেছি ছাত্ররা যেন ক্লাসে ফিরে যায় বলেন তিনি।