শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেক্সিকোয় সেনা পাঠানোর হুমকি ট্রাম্পের

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২, ২০১৭
news-image

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোয় সেনা পাঠানোর হুমকি দিয়েছেন। বার্তা সংস্থা এপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর সঙ্গে ফোনালাপের সময় ট্রাম্প এ হুমকি দেন বলে এপি জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, তারা অজ্ঞাতনামা সূত্র থেকে ট্রাম্প ও নেইতোর ফোনালাপে যেসব কথাবার্তা হয়েছে সেগুলোর লিখিত কপি পেয়েছে। ফোনালাপে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, নেইতো সরকার যদি মেক্সিকো থেকে আমেরিকায় ‘বাজে লোকের প্রবেশ’ বন্ধ করতে না পারে তাহলে এসব লোকের আমেরিকায় আসা বন্ধ করতে সেনা পাঠানো হবে।

ট্রাম্প বলেছেন, ‘আপনার ওখানে অনেক বেশি বাজে লোক রয়েছে। এসব লোকের আমেরিকায় আসা ঠেকাতে আপনি যথেষ্ট কিছু করছেন না। আমার মনে হয় আপনার সেনাবাহিনী ভীত। কিন্তু আমাদের সামরিক বাহিনী তেমনটি নয় এবং সে কারণে বিষয়টি মোকাবেলা করার জন্য আমাদের সামরিক বাহিনী পাঠাতে পারি।’

হোয়াইট হাউজ টেলি কথোপকথনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মেক্সিকোতে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

বুধবার রাতে মেক্সিকো সরকারের পক্ষ থেকে এক টুইটার বার্তায় দাবি করা হয়েছে, ফোনালাপের সময় এ ধরণের কোনো হুমকির ঘটনা ঘটেনি।

এক রেডিও সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নেইতোর মুখপাত্র এদুয়ার্দো সানচেজ বলেছেন, ‘ আমি পুরোপুরি নিশ্চিতভাবেই জানি কোনো হুমকির ঘটনা ঘটেনি। যা বলা হচ্ছে তা পুরোপুরি বাজে ও মিথ্যা।