বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার রয়েছে

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২, ২০১৭
news-image

কক্সবাজার প্রতিনিধি:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায় এবং সেই অধিকার তাদের আছে। একমাত্র মিয়ানমার সরকারের পক্ষেই রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত জাগো ফাউন্ডেশন আয়োজিত ন্যাশনাল উইথ অ্যাসেম্বলি ২০১৭ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারের কাছে রয়েছে। রোহিঙ্গারা নিরাপদে থাকুক, মানবিক সহায়তা পাক এবং শিক্ষার সুবিধা পাক। আমি মনে করি, শরণার্থী রোহিঙ্গারা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন এটা সবার লক্ষ্য।

বাংলাদেশের ৮টি বিভাগের ২০০ জন যুব প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এই অ্যাসেম্বলির দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এতে তরুণ সমাজ ও উদ্যোক্তা, তরুণ সমাজের উন্নয়নের মিডিয়ার ভূমিকা, এসডিজির ১৭টি লক্ষ্য, পানি ও পয়ঃনিষ্কাশনসহ নানা বিষয়ে আলোচনা হয়।