শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ভারত ‘এ’ দলের বিপক্ষে একা সৌম্যই লড়ছেন

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ৫, ২০১৭
news-image

ক্রীড়া প্রতিবেদক:

ইমরুল কায়েসের পর ব্যক্তিগত ১৩ রানে ফিরেছেন তামিম ইকবাল। ৫ রান করে ফিরলেন মুমিনুল হকও। ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ৭২ রানে ৩ উইকেট হারানোর দলকে পথ দেখাচ্ছেন সৌম্য সরকার। সতীর্থদের চোটের সুবাদে ক্রাইস্টচার্চ টেস্টে সুযোগ পেয়েই নিজের ছন্দ ফেরানো এই বাঁহাতি ফিফটি তুলে নিয়েছেন। মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর জুটিটার ওপর নির্ভর করছে অনেক কিছু।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৮৭। ঠিক ৫০ রানে অপরাজিত সৌম্য। মাহমুদউল্লাহর রান ৮।
হায়দরাবাদের জিমখানা মাঠে টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। দলীয় ২২ রানের মাথায় ইমরুল (৪) ফেরেন। চামা মিলিন্দের বলে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দেন। সৌম্যর সঙ্গে দ্বিতীয় উইকেটে ২২ রানের জুটি গড়ে অনিকেত চৌধুরীর বলে বোল্ড হয়েছেন তামিম। এরপর ২৮ রানের আরেকটি জুটি সৌম্য ও মুমিনুলের। জুটির ভিত্তি তৈরি হচ্ছে, কিন্তু দাঁড়াচ্ছে না।
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এই ম্যাচটিতে দুই দলই একটি করে ইনিংসে ব্যাটিং করবে। প্রতিদিন খেলা হবে ৯০ ওভার করে। প্রস্তুতিমূলক ম্যাচ বলেই দুই দল খেলছে ১৪ জন খেলোয়াড় নিয়ে। ব্যাটিং অবশ্য করবেন ১১ জনই।