বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট করার দাবি

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭
news-image

রাজশাহী প্রতিনিধি:

পরোক্ষ ধুমপানের ভয়াবহতা কমাতে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে তামাক নিয়ন্ত্র করা জরুরী। তামাক কোম্পানি আইন লঙ্ঘন করে তামাক পণ্যের প্রচারণা অব্যাহত রেখেছে ফলে অপ্রাপ্ত বয়সীরা তামাক গ্রহণে অভ্যস্থ হয়ে পরছে। তামাক নিয়ন্ত্র আইন বাস্তবায়নে দূর্বলকার কারনে এমনচা হচ্ছে বলে মত প্রকাশ করেন তামাক বিরোধী মিডিয়া জোট’র সদস্যরা।  আজ সকাল ১১টায়  এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র সভাকক্ষে অনুষ্ঠিত তামাক বিরোধী মিডিয়া জোট-আত্মা রাজশাহী বিভাগের এক সভা  আত্মা’র বিভাগীয় প্রতিনিধি ড: আইনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ আইন সুচারুপে ও  যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগে তামাক নিয়ন্ত্রণ আইনে মোবাইলকোর্টের সংখ্যা বৃদ্ধি দাবী করার দাবী জানান।
এসিডি’র প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমন এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের রাজশাহীর চীফ রিপোর্টার জিয়াউল হক জিয়া, বাংলাভিশন রাজশাহী প্রতিনিধি পারিতোষ চৌধুরী আদিত্য, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি আহসান হাবীব অপু, বাংলা নিউজ ২৪ ডট কম’র প্রতিনিধি  শরীফ সুমন, দেশ টিভির প্রতিনিধি  এস এম আতিক, গণমানুষের খবর সম্পাদক মো. আক্কাস আলী, দৈনিক যায়যায়দিন পাঁচবিবি প্রতিনিধি মো. আহসান হাবীব, মো: বাংলাদেশ টু ডে জয়পুরহাট প্রতিনিধি মাশরেকুল আলম, দৈনিক জনদেশ নাটোর এর মো: মোবারক আলী, নতুন প্রভাত ভারপ্রাপ্ত নিউজ এডিটর সোহেল মাহবুব, দৈনিক সোনার দেশ উপজেলা প্রতিনিধি এ কে তোতা।