শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড কোহলির

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১০, ২০১৭
news-image

ক্রীড়া ডেস্ক:
টানা চার টেস্ট সিরিজে চারটি ডাবল সেঞ্চুরি! কল্পনা করা যায়। কল্পনাকেও হার মানাবেন বিরাট কোহলি।

ক্রিকেট বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার টেস্ট সিরিজে চারটি ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি। কে আটকাবে ভারতের অধিনায়ককে?

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে নতুন ক্লাব খুলেছেন কোহলি। বছরের শুরুটাও দারুণ হল ডানহাতি এ ব্যাটসম্যানের। গত বছরের শুরুটাও এভাবেই করেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০০ রানের ইনিংস খেলে প্রথমবারের মত ডাবল সেঞ্চুরির স্বাদ নেন কোহলি। কে জানত এক বছর যেতে না যেতেই কোহলির নামের পাশে আরও ৩টি ডাবল সেঞ্চুরি যোগ হবে। ওয়েস্ট ইন্ডিজে সাফল্য পাওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ২১১ রানের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজে কোহলির ব্যাট থেকে আসল ২৩৫ রানের ইনিংস। এবার বাংলাদেশের বিপক্ষে করলেন ২০৪ রান।

বাংলাদেশের বিপক্ষে এর আগে একটি টেস্ট খেলেছিলেন কোহলি। ১৪ রান করা কোহলি সেবার ব্যাট হাতে কিছু করতে পারেননি। এবার নিজ জাত চেনালেন। উইকেটে সেট হয়ে বাংলাদেশের বোলারদের কড়া শাসন করেছেন ভারতের অধিনায়ক। প্রথম দিনে চা-বিরতির আগে ২৪ বলে কোহলি করেন ১৭ রান। শেষ সেশনে তার ব্যাট থেকে আসে ১১৭ বলে ৯৪ রান। আজ প্রথম সেশনে ৮৯ বলে করেছেন ৮০। সময় যাওয়ার সাথে সাথে কোহলি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

তাইজুলের বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করা কোহলি এ স্পিনারের বলেই সাজঘরে ফিরেন। তাইজুলের জন্যও এ উইকেটটি স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন। ২৪৬ বলে ২৪ বাউন্ডারিতে কোহলি করেন ২০৪ রান।