বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

তিনদফা দাবিতে রাজশাহীর ইউপি সচিবদের অনশন

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১২, ২০১৭
news-image

রাজশাহী প্রতিনিধি:
পদ মর্যদা পরিবর্তন করে ১০ম গ্রেডে বেতন-ভাতা প্রদান, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন দেওয়াসহ তিন দফা দাবিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) উদ্যোগে অনশন কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে রোববার বাপসার রাজশাহী জেলা শাখার উদোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ মিনারে সকাল ৯ টা  থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল্লাহেল কাফির সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাপসার জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক রেজাউল করিম, ও দুর্গাপুরের সভাপতি হাসানুজ্জামান বাবু।  কর্মসূচিতে রাজশাহী জেলার সব ইউনিয়ন পরিষদের সচিবেরা অংশ নিয়েছেন। বক্তারা তাদের তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচি থেকে ২ মার্চ ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনারে অনুরুপ কর্মসূচি পালনের জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।