বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বাগমারার কৃষি কর্মকর্তাদের সঙ্গে সাংসদের মতবিনিয়

SONALISOMOY.COM
মার্চ ৫, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার কৃষি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
রোববার সকালে সালেহা-ইমারত কোল্ডস্টোরেজে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী। অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ প্রচার সম্পাদক নুরুল ইসলাম, বাসুপাড়ার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, আউচপাড়ার সভাপতি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ ও জেলা কৃষকলীগের নেতা মহসিন আলী, উপজেলার সভাপতি এমদাদুল হক। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নার্গিস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, আজাদ হোসেন প্রমুখ। সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষকলীগের নেতৃবৃন্দ এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকাকে আরও কৃষি সমৃদ্ধ করতে কী কী করার প্রয়োজন তা নিয়েও আলোচনা করা হয়। সাংসদ বাগমারায় কৃষি বিপ্লব ঘটানোর জন্য সব ধরণের সহযোগিতার করার আশ্বাস দেন।