শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাগমারায় কলেজ শিক্ষকসহ জেএমজেবি’র তালিকাভূক্ত পাঁচ সদস্যকে আটক

SONALISOMOY.COM
মার্চ ১১, ২০১৭
news-image

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে কলেজ শিক্ষকসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তালিকাভূক্ত পাঁচ সদস্যকে আটক করেছে। আটক হওয়ার জঙ্গিরা হলেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আবুল হোসেন (৫৫), আবদুল মান্নান (৪৫), আবদুস সাত্তার (২৮), উদপাড়া গ্রামের লুৎফর রহমান (৪৯) ও ভবানীগঞ্জের রহিদুল ইসলাম (৩৯)। এর মধ্যে রহিদুল ইসলাম ভবানীগঞ্জ কারিগরি কলেজের শিক্ষক।

বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসাবে গত শুক্রবার (১০ মার্চ) রাতে পুলিশ তালিকাভূক্ত জঙ্গিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে নিজ নিজ বাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়।
এদের বিরুদ্ধে ২০০৪ সালে ফাঁসির আদেশ কার্যকর হওয়া জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন অপারেশনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। ওই সময়ে তাঁরা জঙ্গি সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকা-ে জড়িয়ে পড়েন।

আটক জঙ্গি রহিদুল ইসলামের বাবা মকবুল হোসেন জানান, তাঁর ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে কখনো জড়িত ছিলেন না, কেউ ভুল তথ্য দিয়ে তার ছেলের নাম তালিকাভূক্ত করতে পারে। ওই সময়ে (২০০৪ সালে) রহিদুল ইসলাম বাংলা ভাই বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

তবে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, আটক হওয়ার ব্যক্তিরা তালিকাভূক্ত। পুলিশের বিশেষ শাখা ওই তালিকা করে থাকেন। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।