শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

র‍্যাব দফতরে বোমা বিস্ফোরণ: আইএস এর দায় স্বীকার

SONALISOMOY.COM
মার্চ ১৮, ২০১৭
news-image

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের রাজধানী ঢাকায় র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠি।

গোষ্ঠির সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে ঢাকায় র‍্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।

শুক্রবার (১৭ই মার্চ) জুমার নামাজের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের একটি অস্থায়ী শিবির লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়, যে হামলায় দুজন র‍্যাব সদস্য আহত হয়েছে ।
ঘটনার পরপরই তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত র‌্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছেন। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাবের আশকোনায় নির্মানাধীন কার্যালয়ে শুক্রবার বেলা ১টার দিকে একজন পুরুষ দেয়াল টপকে প্রবেশ করার চেষ্টা করে। তখন গোসলে থাকা র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই যুবক সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সে নিহত হয় পাশাপাশি র‌্যাবের ২ সদস্য আহত।
আত্মঘাতী হামলাকারী ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিবিসি জানায়, আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।