বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বাংলাদেশের লক্ষ্য ৩৫৫

SONALISOMOY.COM
মার্চ ২২, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক:

৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৩৫৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ।

স্কোর: শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ ৩৫৪/৭ (৫০ ওভার)।

উড়ন্ত সানজামুলের দুর্দান্ত ক্যাচ: মাশরাফির তৃতীয় স্পেলের প্রথম ওভার। অফ স্টাম্পের বাইরে মাশরাফির ফুলার লেংথ বল। পুরো জোর দিয়ে মিড অফ দিয়ে খেলতে চেয়েছিলেন থিসারা পেরেরা। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হলো না। বল উঠে গেল ডিপ কাভারে। কাভারে দাঁড়ানো সানজামুল দৌড়ে পেছনে গিয়ে দিলেন বিশাল এক ডাইভ। বলও তার কথা শুনল! হাওয়ায় ভেসে থাকা অবস্থায় বল তালুবন্দি হলো সানজামুলের। ৪২ রানে আউট হন সানজামুল। মাশরাফির প্রথম সাফল্য।

রাজুর বলে বোল্ড চতুরঙ্গা: প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় উড়ে আসা আবুল হাসান রাজু প্রথম স্পেলে ভালো কিছু করতে পারেননি। ৩ ওভার বোলিং করে রান দিয়েছিলেন ১৪। তবে দ্বিতীয় স্পেলে ফিরেই সাফল্য এনে দেন দলকে। দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে ডানহাতি এই পেসারের বলে বোল্ড হন চতুরঙ্গা ডি সিলভা। শর্ট বল পুল করতে গিয়েছিলেন চতুরঙ্গা। তবে ব্যাটের কানায় লেগে বল স্টাম্পে আঘাত করে। ২৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন চতুরঙ্গা। তার বিদায়ের সময় শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের সংগ্রহ ৫ উইকেটে ২৫০।

‘উইকেট-বঞ্চিত’ মাশরাফি: ৩৬তম ওভারের তৃতীয় বল। মাশরাফির অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড আউট খেললেন চতুরঙ্গা ডি সিলভা। মিড অফে থাকা সাব্বির রহমান বল ফেরত দেওয়ার আগে ২ রান নেন চতুরঙ্গা। আম্পায়ার নো বল কল করেন। ফ্রি হিটে পরের বলে একই শট খেলতে গিয়ে কাভারে ক্যাচ দেন চতুরঙ্গা। ক্যাচ ধরতে কোনো সমস্যা হয়নি শুভাগত হোমের। কিন্তু ফ্রি হিট থাকায় ‘উইকেট-বঞ্চিত’ হন মাশরাফি।