শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এমপি এনামুল হকের প্রতিশ্রুত আর্থিক সহায়তা পেলেন ক্ষতিগ্রস্ত ১৩ পানচাষি

SONALISOMOY.COM
এপ্রিল ২০, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
আগুনে পুড়ে যাওয়া রাজশাহীর বাগমারার তাহিরএকডালা ও লাউপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ ১৩জন পানচাষিরা আর্থিক সহায়তা পেলেন। স্থানীয় সাংসদের প্রতিশ্র“তি অনুযায়ি ঘটনার চার দিন পরেই নগদ টাকা পেলেন চাষিরা। গত শনিবার উপজেলার তাহিরএকডালা ও লাউপাড়া গ্রামের ১৩জন চাষির ৪০ বিঘা পানবরজ আগুনে পুড়ে যায়। ওইদিনই সাংসদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ চাষিদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন।

গত বুধবার বিকেলে একডালা উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে সাংসদের নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্থ চাষিদের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়। চাষিদের সর্বোচ্চ ৬৫ হাজার এবং সর্বনিম্ন ২৫ হাজার টাকা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ। সাধারণ সম্পাদক শামসুল হকের পরিচালনায় সভায় মালোয়শিয়া থেকে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাংসদের একান্ত সহকারী আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌরকাউন্সিলর হাসেন আলী, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহফুজা পারভীন সীমা, আওয়ামী লীগ নেতা জাহেদুর রহমান মিঠু, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মণ্ডল, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন মোল্লাহ, রহিদুল ইসলাম, যুবলীগের গণিপুর ইউনিয়ন শাখার সভাপতি সানোয়ার হোসেন, ছাত্রলীগের ভবানীগঞ্জ কলেজ শাখার সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ।