বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সিটি বাইপাসে নির্মিত হবে অত্যাধুনিক কার্যালয়
রাজশাহী আ.লীগকে কোটি টাকার জমি দিলেন বাগমারার এমপি এনামুল

SONALISOMOY.COM
এপ্রিল ২৭, ২০১৭
news-image

রাজশাহী প্রতিনিধি
কোটি টাকা মূল্যের জমি দান করে নিজের ওয়াদা পূরণ করলেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। সাংসদের ওয়াদা পূরণের মধ্য দিয়ে নিজস্ব ঠিকানা পাচ্ছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। নগরের সিটি বাইপাসের তালপুকুর এলাকায় সড়কের পাশেই হচ্ছে জেলা আওয়ামী লীগের নতুন ঠিকানা। এর আগে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের জন্য জমি দানের অঙ্গিকার করেছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের জন্য ১০ কাঠা জমি দলের জেলা শাখার সাধারণ সম্পাদকের নামে রেজিষ্ট্রি করে দেন। গতকালই রাজশাহী সদর রেজিস্ট্রি অফিসে দলিলটি নিবন্ধিত হয়। পরে জমির দাতা সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক নিবন্ধিত দলিলের ছায়াকপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার, আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, আলফোর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য, শ্রমিকলীগের সভাপতি আব্দুল্লাহ, আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন, বাগমারা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ছাত্রলীগের নেতা উজ্জল হোসেন, মারুফ হোসেন, জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজা, বাগমারা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রনেতা আশিকুর রহমান সজল, কাউন্সিলর হাসেন আলী প্রমুখ।

এর আগে সাংসদ জেলা আওয়ামী লীগের এক সভায় নেতৃবৃন্দ নিজস্ব কার্যালয়ের জন্য বাগমারার সাংসদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সাংসদ সে সময়ে জমি দানের জন্য অঙ্গিকার করেছিলেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার বলেন, বাগমারা সাংসদ এনামুল হকের কারণে আজ জেলা আওয়ামী লীগ নিজস্ব ঠিকানা পেতে যাচ্ছে। সাংসদের ত্যাগ, মহানুভবতা ও দানশীলতা তাঁকে অন্য আসনে বসিয়েছে। জেলা আওয়ামী লীগ তাঁর কাছে চিরকৃতজ্ঞ।

ইঞ্জিনিয়ার এনামুল হক তাঁর নিজস্ব নির্বাচনী এলাকা বাগমারায় দলের সভানেত্রী শেখ হাসিনার নামে জমি রেজিস্ট্রি করে দিয়ে ছয়তলা ডিজিটাল ভবন নির্মাণ করে দিয়েছেন, যা বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘর কমপ্লেক্স নামে পরিচিত।
জেলা আওয়ামী লীগের কার্যালয় করতে জমি দান করায় সাংসদ এনামুল হককে ধন্যবাদ জানিয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, নগরীর সিটি বাইপাসের তালপুকুর এলাকায় সড়কের পাশের ওই জমিতে বহুতল ভবন নির্মাণ করা হবে। যেখানে রেস্ট হাউজসহ জেলা আওয়ামী লীগের কার্যালয় থাকবে। শীষ্রই সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। জমিটির মূল্য কোটি টাকার বেশি।