বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্বাধীনতা বিরোধীদের মূলৎপাটন করতে হবে: এমপি এনামুল

SONALISOMOY.COM
আগস্ট ১৫, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, যারা স্বাধীনতার চেতনা, মুক্তির চেতনা,ভাষার চেতনাকে ধ্বংস করতে জাতির পিতাকে হত্যা করেছে সে সকল স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশ থেকে মূল মূলৎপাটন করতে হবে।

বাংলাদেশ এমনি এমনি স্বাধীন হয় নি। কত রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তা আমাদের স্মরণ করতে হবে। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শকে আঁকড়ে ধরার পাশাপাশি দেশের জন্য দেশ বাসীর বঙ্গবন্ধুর ত্যাগ কি আদর্শ কি তা আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে দরতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, ১৯৪৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনের স্বপ্ন দেখেছিলেন। এর পর ৬৬’র ছয়দফা, ৬৯ সালে স্বাধীনতার মেনডেট দিয়েছিলেন তিনি। ১৯৭১ সালে এসে দেশ কে স্বাধীন করেন। বাগমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আজ মঙ্গলবার উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সের অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। মৎস্য কর্মকর্তা এলিজা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, বীর মুক্তিযোদ্ধা খাজা এম এ মজিদ, রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ,আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, মাহাবুবুর রহমান, সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,

জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজা, নার্গিস বেগম, চেযারম্যান আজাহারুল হক, আব্দুল হাকিম প্রাং, উপজেলা আ’লীগের সহদপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা লীগের সভানেত্রী মরিয়ম বেগম, সম্পাদীকা কহিনুর, কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, যুবলীগের সভাপতি আল-মামুন, সম্পাদক আব্দুল জলিল, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী প্রমুখ। শোক দিবস উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন বাগমারার সাংসদ ইঞ্জিঃ এনামুল হক।