বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বাগমারায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বায়তুল আমান জামে মসজিদের অনুদান প্রদান

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ২২, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
ঢাকাস্থ আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটি জামে মসজিদ কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ রাজশাহীর বাগমারার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে নগদ ১০ হাজার করে মোট দুই লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগমারার সংসদ সদস্য ও বায়তুল আমান হাউজিং সোসাইটি জামে মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনাগ্র“পের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, বায়তুল আমান হাউজিং সোসাইটি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদ খন্দকার রাফিক হাসান রাজেশ, যুগ্ম সম্পাদক হুমায়ন কবির, কোষাধ্যক্ষ এবিএম তসলিম উদ্দীন, রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, জেলা মহিলা আ’লীগের সদস্য জাহানারা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আকতারুজ্জামান বুলবুল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।