শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ঝিনাইদহ পৌরসভার মানববর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতের অন্তর্ভুক্তি

SONALISOMOY.COM
অক্টোবর ২৯, ২০১৭
news-image

নিজেস্ব প্রতিনিধি: সম্প্রতি ঝিনাইদহ পৌর এলাকার দেড় লাখের বেশি মানুষকে নিরাপদ, সাশ্রয়ী এবং সমন্বিতভাবে শহরের মানববর্জ্য ব্যবস্থাপনা সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে ঝিনাইদহ পৌরসভা এবং এইড ফাউন্ডেশন।

ঝিনাইদহ পৌরসভা এবং এইড ফাউন্ডেশনের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু এবং এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ।

অনুষ্ঠানে পৌরসভার কমিশনারবৃন্দ ও কর্মকর্তাগণ এবং এসএনভি নেদারল্যান্ড ডেভলপমেন্ট সংস্থার এফএসএম প্রোগ্রামের টিম লিডার রাজীব মুনানকামী উপস্থিত ছিলেন।