বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ভবানীগঞ্জ কলেজের ভূগোল বিভাগের নবীন বরণ ও পুরষ্কার বিতরণ

SONALISOMOY.COM
নভেম্বর ১১, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং নবীন বরণ অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে কলেজের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি রইচ উদ্দিন মন্ডল। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ হাতেম আলী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আয়ূব আলী, বাংলা বিভাগের শিক্ষক মামুনুর রশিদ মামুন, অলকা রাণী, জীব বিজ্ঞান বিষয়ের শিক্ষক আজাহার আলী। বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ সুইট, অহিদুল ইসলাম, ইয়াছিন আলী, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, অঞ্জলী রায় প্রমুখ। অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য বিভাগের বিভিন্ন বর্ষের কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার এবং চলতি বছরে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।