বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্বাধীনতার পক্ষের লোকজনই আ’লীগের সদস্য হবেন ঃ এমপি এনামুল

SONALISOMOY.COM
ডিসেম্বর ৩, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকজনকে সদস্য হওয়ার আহ্বান জানিয়ে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়া মানে স্বাধীনতার পক্ষে কাজ করা। যারা অনুভুতিতে, চেতনায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করে তারাই আ’লীগের সদস্য হবেন। বাংলাদেশ আওয়ামী লীগ মানে দেশের স্বাধীনতা। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দুঃখী মানুষের মুখে হাসি ফোটে,অবহেলীত মানুষের মর্যাদা বৃদ্ধি পায়।

রোববার মাড়িয়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আয়োজিত ইউনিয়ন ভিত্তিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বর্তমান সরকারের আমলে এলাকার বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, আ’লীগের এই সদস্য প্রমাণ করে শিক্ষার্থীদের লেখা-পড়া নিশ্চিত করা। সময় মতো কৃষকের সার-বীজ নিশ্চিত সহ এলাকার বিভিন্ন প্রকার উন্নয়ন ধারা অব্যাহত রাখা। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর বাগমারায় আর কোন ব্যক্তি সর্বহারার নিকট থেকে লাল চিঠি পায় না। বাগমারার জনগণ এখন নির্ভয়ে চলাচল করতে পারে। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারে। এর সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। দেশের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি মাদ্রাসা মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আসলাম আলী আসকানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সদস্য জাহানারা বেগম, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন মজনু, ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন আলী, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার লুৎফর রহমান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী মরিয়ম বেগম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, সাঁকোয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান মটর, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহীনুর খাতুন, আউচপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শামীম আল মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ।