শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ছাত্রলীগের আদর্শকে অন্তরে ধারণ করতে হবেঃ এমপি এনামুল হক

SONALISOMOY.COM
জানুয়ারি ৪, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ছাত্রলীগ হচ্ছে আ’লীগের প্রাণ। ছাত্রলীগ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া সংগঠন। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ছাত্রলীগকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতা যুদ্ধে যে ভাবে ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়েছিল সে ভাবে এখনও দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্রলীগকে ত্যাগের রাজনীতি করতে হবে। ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু নামে ছাত্রলীগ করলে হবে না। ছাত্রলীগ করতে গেলে এর ইতিহাস সম্পর্কে জানতে হবে। লেখাপড়া করতে হবে। লেখাপড়ার কোন বিকল্প নাই। ছাত্রলীগের ইতিহাস অন্তরে ধারণ করতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে। সেই সাথে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুঠো ফোনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স চত্বরে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স অডিটরিয়ামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ- দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, নারগীস বেগম, উপজেলা আ’লীগের সদস্য আব্দুল বারী, কাচারীকোয়ালী পাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, বাসুপাড়া ছাত্রলীগের সভাপতি এনামুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল হান্নান, ছাত্রলীগ নেতা নাইমুর রহমান নাইম, নরদাশ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাহারিয়ার হোসেন তন্ময়, প্রজন্ম বাগমারার আহ্বায়ক খাদিজা আক্তার সুমি প্রমুখ। এসময় উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভার ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এদিকে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল বলেন আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ছাত্রলীগের নতুন কমিটি গঠন করার জন্য উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানান।