শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রাজশাহীর জনসভা জনসমুদ্রে পরিণত করে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবেঃ নানক

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১১, ২০১৮
news-image

রাজশাহী প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, ‘রাজশাহীর জনসভা জনসমুদ্রে পরিনত করে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে হবে। এর মধ্যে দিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও সম্পর্ক তৈরি করে আগামী রাজশাহী সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচন আমরা সম্পন্ন করতে চাই।’

আগামী ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

রোববার দুপুরে রাজশাহী মেডিকেল অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতৃবৃন্দ অংশ নেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগ যা করেছে মানুষের জন্য করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছে দেশ ও মানুষের জন্য করেছে। এই ম্যান্ডেট নিয়েই আমার মানুষের কাছে যেতে চাই। আবার সেই ম্যান্ডেট নিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর কাজে মাথা উচ করে দাঁড় করাতে চাই।’

সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক, আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি উন্নয়নের বার্তা নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রাজশাহী আসছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী রাজশাহীর জনসভায় এ অঞ্চলের উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর মুখ থেকেই তাঁর এই উন্নয়নের পরিকল্পনার কথা জনসাধারণকে শোনাতে হবে। এ জন্য জনসভায় নিয়ে আসতে হবে সাধারণ লোকজনকে।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠসহ আশপাশের এলাকাগুলো জনসমুদ্রে পরিনত করতে হবে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রমান করতে হবে রাজশাহী এখন আওয়ামী লীগের ঘাঁটি। এ জন্য জনসভায় আনতে হবে আওয়ামী লীগের সমর্থকসহ সাধারণ লোকজনকেও।’

তিনি বলেন, ‘ দলে আর কোন বিভেদ নয়। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে এ সঙ্গে থাকতে হবে। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে হবে। আগামী সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতো হবে। এ নিয়ে আর কোন আপস নয়।’
রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকে বলেছেন, প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভা হবে স্মরণকালে জনসমুদ্র। এজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগমারা থেকেও বিপুল সংখ্যক নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত হবে। তিনি জনসভা সফল করারও আহ্বান জানিয়েছেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম আক্তার জাহান, নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুর আসানের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ প্রমূখ।