মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

SONALISOMOY.COM
মার্চ ৩, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ বর্তমানে আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের আলু উৎপাদনকারী বিভিন্ন দেশের সাথে পাল্লাদিয়ে বাংলাদেশ বর্তমানে আলু চাষে ব্যাপক সফলতা অর্জন করে চলেছে।

কৃষির উন্নয়ন হলেই কৃষকের উন্নয়ন। তিনি আরো বলেন, যারা আলু স্টোরজাত করেন তাদেরকে সময় মতো আলু বিক্রয় করার পরামর্শ প্রদান করেন। বেশি লাভের আশায় যারা আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদেরকে লোকশান গুনতে হয়। উপজেলার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে ২০১৮ সালের আলু সংরক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।

শনিবার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আলু সংরক্ষণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলু ব্যবসায়ী আব্দুল মজিদের সভাপতিত্বে ও সালেহা-ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, আলু ব্যবসায়ী তরিকুল ইসলাম তারেক, সালেহা-ইমারত কোল্ড স্টোরেজের কর্মকর্তা সোহরাফ হোসেন মাসুম, রেজাউল করিম, লোডিং অফিসার আব্দুল মজিদ, আসলাম হোসেন প্রমুখ। এসময় উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকার আলু চাষী।