বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বাগমারায় স্মার্ট এ্যাডুকেশন সেন্টারের উদ্বোধন
লুকায়িত মেধাকে উজ্জীবিত করতে হবে: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
মার্চ ৩, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এ যুগে হেলায় হারানোর মতো সময় কারও নেই। শুধু লেখাপড়া করলেই জীবনে বড় হওয়া যায় না। জীবনে বড় হতে হলে সকল বিষয়ে পারদর্শী হওয়ার বিকল্প নেই। পারিবারিক জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে ইংরেজি জানা প্রয়োজন।
তিনি আরো বলেন জীবনের প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে। প্রতিটি শিক্ষর্থীকে জ্ঞানার্জনে পিপাসু হতে হবে। সেই পিপাসা জ্ঞান অর্জনে কাজে লাগবে। ক্ষুধা লাগলে যেমন সবাই খাবার খায়। তেমনি জ্ঞান অর্জন করতে হলে অধ্যবসায় ছাড়া কোন উপায় নেই। প্রতিটি ব্যক্তিকে তার জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য ছাড়া জীবন সঠিক গন্তব্যে নিয়ে যাওয়া সম্ভব নয়।

শনিবার উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স অডিটরিয়ামে সালেহা-ইমারত স্মার্ট এ্যাডুকেশন সেন্টারের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, দিন বদলাচ্ছে আমাদেরকেউ বদলাতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে ভালো ভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। বাগমারা একটি শিক্ষা অ ল এখানকার ছেলে-মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে চলেছে। বিসিএস সহ বিভিন্ন চাকরীতে কৃতকার্য হচ্ছে।

তিনি আরো বলেন শিক্ষার্থীদের লুকায়িত মেধাকে উজ্জীবিত করতে সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে চালু করা হলো স্মার্ট এ্যাডুকেশন সেন্টার। এই সেন্টারে স্পোকেন ইংলিশ, বেসিক রাইটিং, বিসিএস সহ সকল চাকরীতে প্রস্তুতি নেয়ার সুযোগ।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিহাব এর পরিচালক নাইমুল হাসান, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান, সালেহা-ইমারত স্মার্ট এ্যাডুকেশন সেন্টারের শিক্ষার্থী শাহীন আলম প্রমুখ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মহসিন আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা, নারগীস বেগম, চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, মকলেছুর রহমান দুলাল, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য ওমর আলী, লোকমান আলী, বকুল খরাদী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, যুবনেতা সানোয়ার হোসেন, মাহাবুর রহমান মিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শতশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সালেহা-ইমারত স্মার্ট এ্যাডুকেশন সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিসিএস ক্যাডার সহ বিভিন্ন বিষয়ে বিশেজ্ঞগণ ক্লাস নেবেন।