মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগমারায় দুঃস্থ মহিলাদের সঞ্চয়ী অর্থ ফেরত ও সার্টিফিকেট বিতরণ

SONALISOMOY.COM
মার্চ ৪, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড় মেইনটেনেন্স কর্মসূচী-২ শীর্ষক প্রকল্পে আওতায় উপজেলার দুঃস্থ মহিলাদের মাঝে সঞ্চয়ী অর্থ ফেরত ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে শনিবার উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও কমিটির অর্গানাইজার ওয়ালি উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দুঃস্থ মহিলাদের সঞ্চয়ী অর্থ ফেরত ও সার্টিফিকেট বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতফুল বাংলাদেশের পরিচালক আবু সাইদ, টেকনিক্যাল অফিসার মাহতাবুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সদস্য হাতেম আলী, হাচেন আলী, চেয়ারম্যান আসলাম আলী আসকান জেলা মহিলা সদস্য জাহানারা বেগম প্রমুখ। এসময় উপজেলার ১৬ টি ইউনিয়নের ১৫২ জন উপকার ভোগী দুঃস্থ মহিলা উপস্থিত ছিলেন। তাদের মাঝে ৫৬ লাখ ৯৪৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।