বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা সফর সংক্ষিপ্ত করলেন শেখ হাসিনা

SONALISOMOY.COM
মার্চ ১৫, ২০১৮
news-image

সোনালী সময় প্রতিবেদক: মানবদরদী নেত্রী শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন দেশের মানুষের দুঃসংবাদে বিচলিত হয়ে ওঠেন। জননী যেমন তার সন্তানের মৃত্যুতে দূরে থাকতে পারে না, তেমনি নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাংলাদেশীদের মৃত্যুতে সিঙ্গাপুরের বসে থাকতে পারেননি তিনি। ১৭ কোটি বাঙালিকে যিনি সন্তানের মতো ভালোবাসেন, তাদের কারো মৃত্যুতে কি করেই বা তিনি দূরে থাকবেন?

১১ মার্চ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এর আমন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে যান শেখ হাসিনা। চার দিনের এই সফর শেষ করে ১৪ মার্চ দেশে ফেরার কথা ছিল তাঁর। ১২ মার্চ তিনি যখন সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কাজে ব্যস্ত, তখন শুনতে পান নেপালে বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেন অর্ধশতাধিক বাংলাদেশি।

মর্মান্তিক এই ঘটনা শোনার পর ১৭ কোটি বাঙালির জননীতুল্য নেত্রীর মন হাহাকার করে ওঠে। এতগুলো সন্তান হারানোর শোকে ব্যথাতুর হৃদয়ে তিনি দূরে থাকতে পারেননি। আর তাইতো সন্তানদের মৃত্যুতে শোক জানাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন তিনি। তাইতো ১৩ তারিখ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসেন মাতৃটানে।

দেশের মানুষের প্রতি কি পরিমান ভালবাসা থাকলে একটি উল্লেখযোগ্য কূটনৈতিক সফর বাতিল করে দেশে ফিরে আসতে পারেন প্রধানমন্ত্রী?

তিনি কি শুধু দেশের একজন প্রধানমন্ত্রী? নাকি ১৭ কোটি বাঙালির জননী?