মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগমারায় মাড়িয়া গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

SONALISOMOY.COM
মার্চ ২২, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামে ১১৪টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২২ মার্চ, বিকালে এ উপলক্ষ্যে গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাগমারা জোনাল অফিসের এজিএম রথীন্দ্রনাথ বসাক, সদস্য সেবা কো-অর্ডিনেটর আকরাম হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, আওয়ামীলীগের ওয়ার্ড নেতা এমাজ উদ্দিন, খোরশেদ আলম, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ। উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রেজাউল করিম জানান, মাড়িয়া গ্রামে ১১৪টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পৌনে দুই কিলোমিটার লাইন নির্মানে ব্যয় হয়েছে ৩৬ লক্ষ ৭১ হাজার ৮০০ শত টাকা।