বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

চট্টগ্রামবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ উপহার

SONALISOMOY.COM
মার্চ ২৫, ২০১৮
news-image

সোনালী সময় ডেস্ক: বাংলাদেশ জুড়ে উন্নয়নের ধারাবাহিকতায় চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রামবাসীকে ৪১টি উন্নয়ন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২১ মার্চ চট্টগ্রামে ১৪টি প্রকল্পের উদ্বোধন এবং ২৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। যার মধ্য দিয়ে উন্নয়নের মাইলফলকে আরো কিছু পথ এগিয়ে গেলো চট্টগ্রাম।
প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করেছেন সেগুলো হলো:

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুরাদপুরে ২ নং গেইট এবং জিইসি মোড় জংশনে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার

চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন

কালুরঘাট-মনসারটেক জাতীয় মহাসড়কে (এন-১০৭) ৮ কি.মি. এ ৮১.৯৮ মি. দীর্ঘ পিসি গার্ডার সেতু (মিলিটারি সেতু)

পটিয়া-চন্দনাইশ-বৈলতলী সড়কের (জেড-১০৩৯) ১৭তম কি.মি. এ ৩৪৮.১২ মিটার দীর্ঘ খোদারহাট সেতু

বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ, কোতয়ালী, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫ তলা একাডেমিক ভবন

হাজেরা তজু ডিগ্রি কলেজ, চান্দগাঁও, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫ তলা একাডেমিক ভবন

খলিল মীর ডিগ্রি কলেজ, পটিয়া, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন

পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন

হেয়াকো বনানী কলেজ, ফটিকছড়ি, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন

রাঙ্গুনিয়া মহিলা কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন

প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ, মিরসরাই, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন

নাজিরহাট মাইজভান্ডার সড়ক

শেখ রাসেল ভাস্কর্য ও শেখ রাসেল মঞ্চ, দক্ষিণভূর্ষি, পটিয়া, চট্টগ্রাম সহ ১৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত প্রকল্পগুলো হলো:

চট্টগ্রাম শহরে লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর র্পযন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ

র্কণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ

চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজলোর সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্প

কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাকলিয়ার চর পর্যন্ত ড্রেজিং-এর মাধ্যমে নাব্যতা বৃদ্ধি

অনন্যা ৩৩/১১ কেভি, ২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ

কল্পলোক ৩৩/১১ কেভি, ২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ

মাইজ্জারটেক ৩৩/১১ কেভি, ২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ

রহমতগঞ্জ ৩৩/১১ কেভি, ২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ

এফআইডিসি কালুরঘাট ৩৩/১১ কেভি, ২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ

অক্সিজেন ৩৩/১১ কেভি, ২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ

কাট্টলী ৩৩/১১ কেভি, ২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ

মনছুরাবাদ ৩৩/১১ কেভি, ২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ

চট্টগ্রাম জেলার জরাজীর্ণ ও সংকীর্ণ কালারপোল-ওহিদিয়া সেতুর স্থলে ১৮০ মিটার সেতু নির্মাণ

কেরানীহাট-সাতকানিয়া-গুনাগরী জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন

পটিয়া-আনোয়ারা-বাঁশখালী টইটং আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন

বড়তাকিয়া (আবু তোরাব) থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক

বারৈয়ারহাট (চট্টগ্রাম জোন) হেঁয়াকো-নারায়নহাট-ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন

পটিয়া উপজলোর রাজঘাটা শ্রীমাই খালের উপর সেতু নির্মাণ

ফটিকছড়ি উপজলোর নাজিহাট-কাজিরহাট সড়কে খালের উপর ৫৪ মিটার সেতু নির্মাণেরও ভিত্তি স্থাপন

পটিয়া পিটিআই এর একাডেমিক ভবন নির্মাণ

সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ

ডবলমুরিংয়ে আগ্রাবাদ মহিলা কলেজ ও পোস্তারপাড় আছমা খাতুন সিটি করপোরেশন মহিলা কলেজে

পাঁচ তলা একাডেমিক ভবন নির্মাণ

খুলশীতে সরকারি মহিলা কলেজে ১০০ শয্যা ছাত্রী নিবাস নির্মাণ

চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লক্সে স্থাপন

পটিয়া পৌর মাল্টি পারপাস কিচেন মার্কেট নির্মাণ

হর্টিকালচার সেন্টার এবং পটিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিত্তিপ্রস্তরসহ মোট ২৮টি উন্নয়ন প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা