বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

শিক্ষকদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
মার্চ ২৮, ২০১৮
news-image

সোনালী সময় প্রতিবেদক: মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে রাজশাহী-(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই সকল শিশুর ভবিষ্যতের ভিত্তি মজবুত করার দায়িত্ব শিক্ষকদের হাতে। প্রাথমিক পর্যায়ে যদি প্রতিটি শিক্ষার্থীকে সঠিক ভাবে জ্ঞান দান করা যায় তাহলেই তারা লেখাপড়া শেষ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অনেক। একজন প্রকৃত শিক্ষকের দায়িত্ব বিদ্যালয়ে সঠিক ভাবে পাঠদান করানো। শিক্ষকরা জাতির বিবেক এই বিষয় মাথায় নিয়ে নিজের উপরে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স সালেহা ইমারত মিলনায়তনে উপজেলার ১০৯ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুলাহ আল মামুন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম সানোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুুল মালেক মন্ডল, সদস্য অধ্যক্ষ হাতেম আলী, হাচেন আলী, মহিলা আ’লীগের সভাপতি মরিয়ম বেগম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।