বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগমারায় জাতীয় নির্বাচন উপলক্ষে আ’লীগের প্রস্তুটি কমিটি গঠন

SONALISOMOY.COM
এপ্রিল ৩, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে রাজশাহীর বাগমারায় ৩টি ইউনিয়নে নিবার্চন প্রস্তুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলার শুভডাঙ্গা, কাচারী কোয়ালীপাড়া ও গনিপুর ইউনিয়নে প্রস্তুতি কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে আ’লীগের ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শুভডাঙ্গা ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক ও নির্বাচন পরিচালনায় কমিটির সদস্য উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মালেক মেহমুদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহম্মেদ, উপজেলা কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আফসারুজ্জামান, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খান, আ’লীগ নেতা আঃ মাজিদ, মুনছুর রহমান, মকবুল হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।

অপরদিকে কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদ কক্ষে নৌকার বিজয়ের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান আয়েন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিবার্চন প্রস্তুটি কমিটির আহ্বায়ক উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক উপাধ্যক্ষ আব্দুল বারী, ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মকছেদ আলী, বিভিন্ন ওয়ার্ডেও সভাপতি আবুল কাসেম, দুলাল হোসেন, আব্দুর রাজ্জাক, জেহের আলী, আবেদ আলী, ফজলু, সুনীল, কৃষকলীগ সভাপতি এরশাদ আলী, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি হাফিজা বেগম, আ’লীগ নেতা আব্দুল হান্নান, মকবুল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে গনিপুর ইউনিয়নের চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিবার্চন প্রস্তুটি কমিটির আহ্বায়ক জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার। যুগ্ম আহ্বায়ক উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী কমিটির সদস্য রহিদুল ইসলাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, আ’লীগ নেতা জাহেদুর রহিম মিঠু, কাউছার আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষক লীগ নেতা আবুল কাশেম, প্রফুল্ল কুমার প্রমুখ। সভায় আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ে লক্ষে নির্বাচনী বিভিন্ন কমিটি ও উপ কমিটি গঠন করা হয়।