শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারায় মনোসেক্স তেলাপিয়া চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

SONALISOMOY.COM
এপ্রিল ৯, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মনোসেক্স তেলাপিয়া চাষ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার গনিপুর ইউনিয়নের লাউপাড়ায় মৎস্য চাষীদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্ষেত্র সহকারী লাল চাঁদ, মাহিদুল ইসলাম, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি শাহজাহান আলী প্রমুখ। এক দিনের এই মনোসেক্স তেলাপিয়া চাষ বিষয়ে ইউনিয়নের ২০ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করেন।