বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সন্ত্রাসী এলাকায় এখন শান্তির সু-বাতাস, সরাসরি প্রশ্নোত্তরে এমপি এনামুল হক

SONALISOMOY.COM
এপ্রিল ২৫, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, এক সময়ের রক্তাক্ত গোয়লকান্দি ইউনিয়নে এখন বইছে শান্তির সু-বাতাস। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ইউনিয়নে সন্ত্রাসীর হাতে আর কোন ব্যক্তিকে জীবন দিতে হয়নি। এই সরকারের আমলে গোয়ালকান্দি ইউনিয়নের রাস্তাঘাট-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। যা বিগত সরকারের আমলে করা সম্ভব হয়নি।

বুধবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি মাদ্রাসা মাঠে আমার এমপি’র সাথে সরাসরি আমার কথা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকারের সঠিক নেতৃত্বের ফলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছেন।

বিদ্যুৎ নিয়ে ইউনিয়নবাসীর প্রশ্নের উত্তরে সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, গোয়ালকান্দি ইউনিয়নে স্পট মিটারিং প্রোগ্রামের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে অবশিষ্ট বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। সেই সাথে ইউনিয়নের সকল মসজিদ, মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। ইউনিয়নবাসীর করা প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, ইউনিয়নের সকল সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সব রকম প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরাসরি প্রশ্নোত্তর পর্বে ইউনিয়নের ৩৫ জন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন প্রশ্ন করেন। গোয়ালকান্দি ইউনিয়নের অবশিষ্ট উন্নয়ন করার জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, ডিজিএম রেজাউল করিম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, আব্দুল হামিদ ফৌজদার, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, কাউন্সিলর হাচেন আলী, আব্দুল বারী, বকুল খরাদী, আয়ুব আলী, আব্বাস মোল্লা, জেলা পরিষদ সদস্য নারগীর বেগম, মাহমুদুর রহমান রেজা, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদীকা কহিনুর বেগম, গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ খান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহীনুর খাতুন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর প্রমুখ। এ সময় উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ গোয়ালকান্দি ইউনিয়নের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।