শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
এপ্রিল ২৭, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়া প্রত্যয়ে কাজ করে চলেছেন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রুপদান করে চলেছেন। নৌকার বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত করার লক্ষ্যে শুক্রবার সকালে শিকদারীর সালেহা-ইমারত কোল্ডস্টোরেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, নৌকার বিজয়ের জন্য বর্তমান সরকারের উন্নয়ন ও ভোটারদের মাঝে নৌকার প্রচারণা চালানোর আহ্বান জানান।

বাগমারা উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পর্যাক্রমে জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মালেক মেহমুদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহম্মেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আয়েন উদ্দীন, সরদার জান মোহম্মাদ, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আনোয়ার হোসেন, আব্দুল হাকিম প্রামানিক, আসলাম আলী আসকান, আব্দলি হামিদ ফৌজদার, উপজেলা কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, হারুন অর রশিদ, অধ্যক্ষ হাতেম আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল বারী, কাউন্সিলর হাচেন আলী, আকবর আলী, লোকমান আলী , ওমর আলী, বকুল খরাদী, সুলতানা ইয়াসমিন ফরিদা, উপদেষ্ট সদস্য আবুল কালাম আজাদ, গুলবর রহমান, ঝিকড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজদ, মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদীকা কহিনুর বেগম, গোবিন্দপাড়া ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান বুলবুল, হামিরকুৎসা ইউনিয়নের সভাপতি আয়ুব আলী, মড়িয়ার সাধারণ সম্পাদক সামসুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, যুবলীগ সভাপতি আল মামুন, সম্পাদক শামীম মীর সহ ২টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।