শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলার রায় মঙ্গলবার

SONALISOMOY.COM
মে ৮, ২০১৮
news-image

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার বেলা ১১টার দিকে আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু।

রায়ে আসামিদের সবার সর্বোচ্চ শাস্তি হবে আশা করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, অভিযোগপত্রে আটজনকে আসামি করা হলেও পাঁচজনের বিরুদ্ধে বিচারকার্য পরিচালিত হয়েছে।

অভিযোগপত্রভুক্ত সবাই জেএমবি সদস্য। তাদের মধ্যে একজন পলাতক। একজন রয়েছেন জামিনে। আর তিন আসামি কারাগারে আছেন।

বাকি তিনজন অভিযোগপত্র দেওয়ার আগেই ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।

সংঘবদ্ধ জঙ্গিরাই অধ্যাপক রেজাউলকে হত্যা করেছে বলে পুলিশের ভাষ্য।

আইনজীবী বাবু বলেন, গত ১১ এপ্রিল মামলার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন বিচারক রায় ঘোষণার জন্য ৮ মে দিন ধার্য করে দেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী ছিলেন। তবে আদালত ২৬ জনের সাক্ষ্য নিয়েছে।

২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় ড. সিদ্দিকীকে।