শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাগমারায় এমপি এনামুল হকের মায়ের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

SONALISOMOY.COM
মে ৯, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিানয়ার এনামুল হকের শ্রদ্ধেয় মা মরহুম সালেহা বেগমের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম সালেহা বেগমের আত্মার মাগফেরাত কামনায় বুধবার সাহেলা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়নে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন এমপি এনামুল হক। এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমপি পত্নী তহুরা হক।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় পবিত্র কুরআন ও হাদিসের আলোকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম প্রভাষক হাফিজুর রহমান, মোহনগঞ্জ কওমী মাদ্রসার অধ্যক্ষ ইউনুস আলী শেখ, গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওঃ আব্দুস সোবহান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, ডিজিএম রেজাউল করিম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক সাংগঠনিক সস্পাদক আব্দুস সামাদ, কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মালেক মেহমুদ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ, সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, চেয়ারম্যান আজাহারুল হক, আব্দুল হাকিম প্রামানিক, সরদার জান মোহম্মাদ, আনোয়ার হোসেন, আয়েন উদ্দীন, আব্দুল হামিদ ফৌজদার, জেলা আওয়ামীলীগের সদস্য জাহানারা বেগম, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য হারুন অর রশিদ, অধ্যক্ষ হাতেম আলী, কাউন্সিলর হাসেন আলী, আব্দুল বারী, বকুল খরাদী, জাহাঙ্গীর আলম, সামসুল হক, লোকমান আলী, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তারুজ্জামান বুলবুল, বাসুপাড়ার সভাপতি মাস্টার লুৎফর রহমান, হামিরকুৎসার সভাপতি আয়ুব আলী, তাহেরপুরের আ’লীগ নেতা আমজাদ হোসেন মৃধা, মহিলালীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, যুবলীগের সাধারন (ভারপ্রাপ্ত) শামীম মীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপিত নাদিরুজ্জামান মিলন প্রমূখ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উত্তর একডালা মাদ্রাসার সুপার মোফাজ্জাল হোসেন। অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক-কর্মচারী, আ’লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।