শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জার্মানির দলে নেই গত বিশ্বকাপের নায়ক

SONALISOMOY.COM
মে ১৬, ২০১৮
news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের কথা মনে আছে? আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেছিলেন মারিও গোৎজে। সেই তারকা ফুটবলারই এবার জায়গা পেলেন না রাশিয়া বিশ্বকাপে। জার্মানির ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ জোয়াকিম লো।

জার্মানি আসন্ন বিশ্বকাপে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই। গ্রুপ ‘এফ’ এ জার্মানরা খেলবে মেক্সিকো, সুইডেন আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

নিজেদের প্রথম ম্যাচে জার্মানি ১৭ জুন নামবে মেক্সিকোর বিপক্ষে, বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। ২৩ জুন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইডেন, বাংলাদেশ সময় রাত ৯টায় হবে ম্যাচটি। আর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জার্মানদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ২৭ জুন বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

দলে রাখা হয়েছে ইনজুরি আক্রান্ত বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরকে। গোলরক্ষক হিসেবে থাকছেন বার্সার টার স্টেগেন, পিএসজির কেভিন ট্র্যাপ। ইনজুরির কারণে দলে রাখা হয়নি লিভারপুলের তারকা এমরি কানকে।

জার্মানির প্রাথমিক দল:
গোলরক্ষক: ম্যানুয়েল ন্যুয়ের (বায়ার্ন মিউনিখ), মার্ক টার স্টেগেন (বার্সা), বার্নড লেনো (বায়ার লেভারকুসেন), কেভিন ট্র্যাপ (পিএসজি)।

ডিফেন্ডার: ম্যাটস হুমেলস (বায়ার্ন মিউনিখ), জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), জোশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), জোনাস হেক্টর (কোলন), মারভিন প্ল্যাটেনহর্ট্ট (হার্থা বার্লিন), জোনাথন (বায়ার লেভারকুসেন), মাতথিয়াস গিটার (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), নিক্লাস সুলে (বায়ার্ন মিউনিখ), অ্যান্তোনিও রুদ্রিগার (চেলসি)।

মিডফিল্ডার: টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (আর্সেনাল), সামি খেদিরা (জুভেন্টাস), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ), সেবাস্তিয়ান রুডি (বায়ার্ন মিউনিখ), মার্কো রিউস (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেজস্কা (শালকে), লিরয় সান (ম্যানচেস্টার সিটি), জুলিয়ান ড্রাক্সলার (প্যারিস সেন্ট জার্মেইন), ইখাইল গুন্ডোগান (ম্যানচেস্টার সিটি), জুলিয়ান ব্র্যান্ডট (বায়ার লেভারকুসেন)।

ফরোয়ার্ড: টিমো ওয়ারনার (আরবি লিপজিগ), মারিও গোমেজ (স্টুটগার্ট), নিল পিটারসেন (ফ্রাইগবুর্গ)।