শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পান্থপথে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ইফতার

SONALISOMOY.COM
মে ১৮, ২০১৮
news-image

নিজস্ব প্রতিবেদক: পথশিশু ও সুবিধাবঞ্চিতদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পান্থপথে। কলাবাগান, কাঁঠালবাগান, রাজাবাজার ও ফার্মগেট থেকে প্রায় ৭০ জন পথশিশু এই ইফতারে অংশগ্রহণ করে।

শুক্রবার পান্থপথ মোড়ের সড়কে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কলাবাগান ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় তরুণরা এই ইফতারের আয়োজন করে।

ইফতারে অংশগ্রহণ করা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছিল ফুলি, মালা ও কোহিনূর। প্রথম রমজানেই ইফতারি করতে পেরে খুব খুশি তারা, চোখেমুখে ফুটে ওঠে হাসির ঝলক। একে অপরের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন তারা।

কলাবাগান ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব খান বলেন, ‌‘আজকের শিশুরাই আগামী দিনের অভিভাবক। পথশিশুরা বোঝা নয়, দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারাও সমাজের উপকারে আসবে। সুবিধাবঞ্চিত এই পথশিশুদের আলোর পথে আনতে সমাজের সকলের প্রতি আহ্বান জানান তিনি।’

পাওয়ার স্টেশনের প্রধান নির্বাহী ও তরুণ উদ্যোক্তা কাব্য আহমেদ বলেন, ‘পথশিশুরা জন্মের পর থেকেই মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত থাকে। পথশিশুদের অবস্থার পরিবর্তন ঘটাতে হলে খুব বেশি কিছু করতে হয় না। নিজ নিজ অবস্থান থেকে সবাই একটুখানি হাত বাড়িয়ে দিলেই এই পথশিশুরা একদিন সত্যি রঙিন প্রজাপতি হয়ে উড়বে।’

জুয়েল এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী ও সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল সরকার বলেন, ‘পথশিশুরা আমাদের সমাজেরই অংশ, ওদের নিয়ে আমাদের সকলেরই ভাবা উচিত। সমাজের বিত্তবানদের একটু সাহায্য পেলে বাংলাদেশের কোনো শিশুকে আর পথশিশু হতে হবে না।’

সামনের বছরগুলোতে ধারাবাহিকভাবে পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। এছাড়া আসন্ন ঈদে পান্থপথের পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করবেন উদ্যোমী এসব তরুণরা।