বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগমারায় ভেজাল বিরোধী অভিযান

SONALISOMOY.COM
মে ২৯, ২০১৮

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় দুটি ভেজাল সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানকালে কারখানা দুটির মালিকের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমান আদায় আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ও গোয়ালকান্দি ইউনিয়ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় দরগামাড়িয়া এলাকায় মিজানুর রহমান এবং রামরামা গ্রামের কছিম উদ্দিনের সেমাই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও অনুমতি না থাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাঁদের অর্থদ- দেওয়া হয়। এর মধ্যে মিজানুর রহমানের কাছ থেকে ৩০ হাজার এবং কছিম উদ্দিনের কাছ থেকে ৪০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। ইউএনও বলেন, এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।