বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগমারায় ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা

SONALISOMOY.COM
জুন ৪, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমান আদালতে অবৈধ মেয়দ উত্তীর্ণ মালামাল, পচা ও বাসী খাবারসহ নেংরা পরিবেশের দায়ে দেউলা মোড়ে হোটেল ব্যবসায়ী আলমগীরের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম।

জানা যায়, দেউলা মোড়ের হোটেল ব্যবসায়ী আলমগীর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির জন্য বিভিন্ন উপদান ঘরে ও বাইরে ছিটিয়ে রেখেছিল। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আকর্ষিক দেউলিয়া প্রাইমারী পরিদর্শন শেষে ভবানীগঞ্জ ফেরার পথে তা তার চোখে পড়ে। পরে ভ্রাম্যমান আদলত বসিয়ে ভোক্ত আইন ৪৩ ধারায় ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। এব্যাপারে তিনি জানান, রমজান মাসে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।