শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারায় কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে, মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা

SONALISOMOY.COM
জুলাই ৮, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন রোধ কল্পে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বাগমারা ডিগ্রী কলেজের হলরুমে বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগমারা থানার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় নানা প্রকার অপকর্ম থেকে নিজে সহ অপরকে বিরত রাখার আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং অফিসার ডিআইজি রেঞ্জ এসআই আয়নাল হক, বাগমারা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবু তালেব প্রামানিক, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা থানার কমিউনিটি পুলিশিং অফিসার এস আই মাহাবুব, সাংসদের ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগ কার্যকরী কমিটির সদস্য আব্দুল বারী, লোকমান আলী, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ।

বক্তারা বলেন মাদক, সন্ত্রাস এমনকি জঙ্গীবাদের করালগ্রাসে কেউ যেন জড়িয়ে না পড়ে সে দিকে লক্ষ্য রাখতে হবে। কোন অপরিচিত ব্যক্তি যেন সন্ত্রাসী কর্মকান্ডের সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ছোট ছোট অপরাধ থেকেই বড় অপরাধের সৃষ্টি হয় আর এর মূলে রয়েছে মাদক। এছাড়াও উপজেলার যেকোন প্রাপ্তে যেন কোন অপরাধ সংঘটিত না হতে পারে সে বিষয়ে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের কাজ করতে হবে।