বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগমারায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

SONALISOMOY.COM
জুলাই ১৯, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) উদয় আঞ্জেলো রোজারিও, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা, রাজিবুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল মমীত, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান, একটি বাড়ি একটি প্রকল্পের কর্মকর্তা আজাহার আলী, আনসার ভিডিপি কর্মকর্তা মাহবুব হাসান, বাসুপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী লাল চাঁদ, অফিস সহকারী হারিস মোহম্মাদ, অফিস সহায়ক হাফিজুল ইসলাম, ক্ষেত্র সহকারী (এনএ টিপি), ক্ষেত্র সহকারী মাহিদুল ইসলাম, আব্দুল গাফ্ফার, শাহজাহান আলী সরদার, জালাল উদ্দিন, ইকবাল হোসেন, বজলুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মৎস্য চাষীগণ।