বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সাকা চৌধুরীকে ক্ষমার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন ইমরান

SONALISOMOY.COM
জুলাই ২৯, ২০১৮
news-image

সোনালী সময় ডেস্ক: বাংলাদেশের শীর্ষ যুদ্ধাপরাধী ও প্রভাবশালী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয় ২১ নভেম্বর ২০১৫ সালে। তার মৃত্যু হয়েছে প্রায় আড়াই বছর পার হয়ে গেছে।

কিন্তু সে সময় তাকে মাফ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি পত্র দিয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। হঠাৎ এমন একটি অভিযোগ সামনে আনলেন লেখক ও ব্লগার নিঝুম মজুমদার।

শনিবার সকালে প্রমাণ সহ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

নিঝুম মজুমদার তার স্ট্যাটাসে লিখেছেন- একাত্তরের ঘাতক সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাফ করে দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইমরান খানের পত্র। ২১ শে নভেম্বর ২০১৫।

বাংলাদেশের আইন/সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী কখনোই দণ্ডপ্রাপ্ত আসামীকে ক্ষমা করবার এখতিয়ার রাখেন না। ইমরান তারপরেও ক্ষমা করবার জন্য প্রধানমন্ত্রীকে পত্র দিয়েছিলো কেন সেটা প্রশ্ন হয়েই থাকলো?