বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

৯ বছর পরে বিদেশে সিরিজ জয় টাইগারদের

SONALISOMOY.COM
জুলাই ২৯, ২০১৮
news-image

সোনালী সময় ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে চলার উদাহরণ মনে করা হয় ওয়ানডের পারফরম্যান্সকে। ২০১৫ বিশ্বকাপ থেকে এই সংস্করণে দারুণ সব সাফল্যে নতুন উচ্চতায়ও উঠেছে দেশের ক্রিকেট। কিন্তু একটা জায়গায় ছিল দীর্ঘ খরা। যে খরা কাটল এবার। দেশের বাইরে ওয়ানডে সিরিজ জয়।

শেষ ওয়ানডেতে শনিবার সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে সিরিজ জয়। সেই ২০০৯ সালের পর এই প্রথম দেশের বাইরে সিরিজ জিতল বাংলাদেশ।

সবশেষ ২০০৯ সালে অগাস্টে জিম্বাবুয়েতে ৫ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে। ওই জয়ের কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ানদের ৩-০তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। অবশ্য বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে সেই সিরিজে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের মূল ক্রিকেটাররা।

ওই দুটি আর এবারেরটি ছাড়া দেশের বাইরে বাংলাদেশের সিরিজ জয় আছে আর মাত্র দুটি। প্রথমটি ছিল ২০০৬ সালে, কেনিয়ায়। বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে। এরপর ২০০৭ সালে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ জিতেছিল ৩-১ ব্যবধানে।