শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারায় ৬২২টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

SONALISOMOY.COM
আগস্ট ৫, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ৩টি ইউনিয়নের ৬২২টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

গতকাল শনিবার বিকেল ৫ টায় উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বড় মাধাইমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান থেকে যোগীপাড়া, মাড়িয়া এবং নরদাশ ইউনিয়নের ছয়টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।

আ’লীগ নেতা আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, নাটোর পল্লী বিদ্যুৎ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, বকুল খরাদী, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা, নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক সোহাগ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, নাদিরুজ্জামান মিলন, আতাউর রহমান প্রমুখ। পরে ইউনিয়নের কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে।